চীনের মূল ভূখন্ডে করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত ১ হাজার ৩১৮ জন রোগী বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়। খবর এএফপি’র।
কমিশনের প্রাত্যহিক তথ্যে আরো জানা যায়, বৃহস্পতিবার নাগাদ সেখানে এ পর্যন্ত মোট ৬৪ হাজার ১১১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
এপর্যন্ত মূল ভূখন্ডে মোট ৮০ হাজার ৮৮৩ জন আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে।