চীনের মূল ভূখন্ডে রোববার স্থানীয়ভাবে নতুন করে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। সোমবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
কমিশন তাদের প্রাত্যহিক প্রতিবেদনে জানায়, চীনের মূল ভূখন্ডের বাইরে থেকে আসা মোট ২২ জন রোববার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে।
তারা আরো জানায়, চীনের মূল ভূখন্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আর কেউ মারা যায়নি।