যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর চীনের প্রতিশোধমূলক ৩০০ কোটি ডলার শুল্ক আরোপের সমালোচনা করেছে হোয়াইট হাউজ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর সম্প্রতি শুল্ক আরোপ করেন। চীন এর জবাবে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। ফলমূল, শূকরের মাংস ও মদসহ যুক্তরাষ্ট্রের ১২৮টি আমদানি পণ্যের ওপর চীন এই শুল্ক আরোপ করে।
চীন বলছে, যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্কের ক্ষতি থেকে নিজেদের স্বার্থ ও ভারসাম্য রক্ষার জন্য চীন এই শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব বাণিজ্যে।
ইউএস স্টকস নিচে নেমে গেছে এবং এশিয়ান শেয়ার কমে গেছে। এই পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
ওয়াল স্ট্রিটের তথ্য থেকে জানা যায়, এস অ্যান্ড পি৫০০ ইনডেক্স ২.২ শতাংশে নেমে গেছে। একই সঙ্গে দ্য ডোউ জোনস ইন্ডাস্ট্রিয়াল গড়ে ১.৯ শতাংশ নেমে গেছে।
জাপানের নিক্কেই ২২৫ মঙ্গলবার ১.৫ শতাংশ নেমে গেছে।
বিশ্ব বাজারের এই বিপর্যয়ের জন্য হোয়াইট হাউজ এক বিবৃতিতে বেইজিংকে দায়ী করছে।
একেএ/আরএম