চীনের সংবাদ মাধ্যমে হংকং এর নির্বাচনের ফলাফলকে গুরুত্ব দেওয়া হচ্ছেনা

হংকং এর গণতন্ত্রপন্থী ডেমোক্র্যাটরা নির্বাচনে যে বিজয় দাবী করেছে সোমবার চীনে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে তার প্রতি কম গুরুত্ব দেওয়া হয়। এক সম্পাদকীয়তে বলা হয় যে নির্বাচনে অন্যায় কৌশল অবলম্বন করা হয়।

কিন্তু চীনে যারা ইন্টারনেট ব্যবহার করে তারা বেজিং পন্থী ওই মতামত প্রত্যাখ্যান করে। তারা বেজিং এর প্রতি বাস্তবতা মেনে নেওযার আহ্বান জানায়।

ফলাফলে দেখা গেছে রবিবার ৭১ শতাংশ হংকং বাসী অর্থাৎ ৩০ লক্ষ মানুষ ভোট দিয়েছে। সোমবার ফলাফলে জানা গেছে ১৮টি স্থানীয় জেলা পরিষদে ৪৫২ টি আসনের মধ্যে ৩৮০টির বেশী আসন জয়লাভ করেছে গণতন্ত্রপন্থী প্রার্থীরা। স্থানীয় বার্তা মাধ্যমে বলা হচ্ছে বেজিং পন্থী প্রার্থীরা মাত্র ৫৮ টি আসন পেয়েছে।

ব্যাপক ভাবে মনে করা হচ্ছে বেজিং সরকার পন্থী ক্যারি ল্যাম এবং তার সরকারের প্রতি এই নির্বাচনে অনাস্থা প্রকাশ করা হয়েছে।ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান