চীনের সিনোভ্যাকের করোনা টিকার প্রথম চালান গ্রহণ করেছে থাইল্যান্ড

থাইল্যান্ডের অর্ডার দেয়া চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির তৈরি করোনা টিকার প্রথম চালান বুধবার রাজধানী ব্যাংককে পৌঁছেছে। এসব টিকা হাতে পওয়ার মধ্যদিয়ে দেশটি তাদের জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। খবর সিনহুয়ার।
চাইনিজ বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে থাইল্যান্ডের অর্ডার দেয়া ২০ লাখ ডোজের মধ্যে প্রথম চালানের ২ লাখ ডোজ টিকা থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল কার্গো ফ্লাইটের মাধ্যমে বেইজিং থেকে ব্যাংককে সরবরাহ করা হয়েছে।
থাই প্রধানমন্ত্রী প্রাউত চান-ও-চা, উপ প্রধানমন্ত্রী ও জন স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং চীনা দূতাবাস কর্মকর্তা ইয়ং জিন এসব টিকা গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
অনুতিন জানান, থাইল্যান্ড সোমবার জরুরি ব্যবহারের জন্য সিনোভ্যাক ভ্যাকসিনের অনুমোদন দেয় এবং এ অনুমোদন এক বছর কার্যকর থাকবে।
সিনোভ্যাক ভ্যাকসিনের দ্বিতীয় কিস্তির ৮ লাখ ডোজ টিকা আগামী মাসে থাইল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে। এরপর তৃতীয় কিস্তিতে বাকি ১০ লাখ ডোজ ভ্যাকসিন ব্যাংককে পাঠানো হবে।