হংকং সরকার বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য চীনের তৈরি সিনোভ্যাক করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। তুলনামূলকভাবে এ ভ্যাকসিনের কার্যকারিতা কম হলেও বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের পর এ অনুমোদন দেয়া হলো। খবর এএফপি।
সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রথম দফায় সিনোভ্যাক ভ্যাকসিনের ১০ লাখ টিকা দ্রুত হংকংয়ে পৌঁছাবে।’ এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রথম দফার এসব ভ্যাকসিন শুক্রবার হংকংয়ে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সরকারের উপদেষ্টা প্যানেল সর্বসম্মতভাবে সিনোভ্যাক ভ্যাকসিনের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, ঝুঁকি এড়াতে এ ভ্যাকসিন ব্যবহার করলে কর্তৃপক্ষ লাভবান হবে।
প্যানেল জানায়, উপাত্ত অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় এ ভ্যাকসিনের কার্যকারিতার হার ৬২.৩ শতাংশ। এক্ষেত্রে প্রথম ডোজ ভ্যাকসিন নেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান