চীনের হুবেই প্রদেশে উল্লেখযোগ্য হারে কমেছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। নতুন করে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মাত্র আটজন।
প্রাণঘাতী করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের এই প্রদেশটিতে এই প্রথম ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা এক অঙ্কের ঘরে নেমে এসেছে। আর পুরো চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। আজ বৃহস্পতিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
হুবেই প্রদেশের বাইরে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র সাতজন। এদের মধ্যে ছয়জনই চীনের বাইরে থেকে এসেছেন বলে জানানো হয়েছে।
আজকের বাজার/এ.এ