চীনের হুবেই প্রদেশে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি

প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎসস্থল চীনের হুবেই প্রদেশে শুক্রবার নতুন করে কেউ কোভিড-১৯ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

তবে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হুবেই প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুজন রাজধানী উহানের বাসিন্দা।

শনিবার প্রাদেশিক স্বাস্থ্য কমিশন জানায়, শুক্রবার পর্যন্ত হুবেই প্রদেশে ৬৭৩ জন পর্যবেক্ষণে রয়েছে। এর মধ্যে ১৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এছাড়া সুস্থ হয়ে ওঠায় শুক্রবার ২৮ জন কোভিড-১৯ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং চিকিৎসাধীন ৩২০ জনের মধ্যে ৯৫ জনআশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

হুবেই প্রদেশে এ পর্যন্ত ৬৭ হাজার ৮০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫০ হাজার ৮ জন উহানের বাসিন্দা।