চীন বুধবার সে দেশের উত্তরপশ্চিমাঞ্চলে স্থাপিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। খবর সিনহুয়ার।
বেইজিং সময় সকাল ১০:২৯ টায় লং মার্চ-১১ নামের একটি ক্যারিয়ার রকেটযোগে এ তিন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো পরিকল্পনা অনুযায়ী কক্ষপথে প্রবেশ করে।
তিয়ানপিং-২এ, তিয়ানপিং-২বি ও তিয়ানপিং-২সি নামের তিনটি স্যাটেলাইট মহাকাশে বায়ুমন্ডলের পরিবেশ জরিপ এবং কক্ষপথ সংক্রান্ত পূর্বাভাস মডেল সংশোধনের মতো সেবা দেবে।
এটি লং মার্চ রকেট সিরিজের ৪১৩তম মিশন।