চীনে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি

ছবি : ইন্টারনেট

চীনের দক্ষিণাঞ্চলের একটি বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ড অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। আরো একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক নয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরে শনিবার সকালের দিকে বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রনে আনা হয় বলে জানিয়েছে সিনহুয়া।

সিনহুয়া বলেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে। তবে বিস্তারিত কোন তথ্য দেয়নি রাষ্টীয় এই সংবাদ সংস্থা।

সূত্র : রয়টার্স

আজকের বাজার: আরজেড/আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮