চীনে অগ্নিকাণ্ড, নিহত ১৮

চীনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে  মধ্যরাতের পর গুয়াংডং প্রদেশের কিনজিউয়ান শহরের একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তবে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি।

পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।বিষয়টি খতিয়ে  দেখছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাজার/আরজেড