চীনে ২০২০ সালের শেষ নাগাদ অনলাইনে পড়াশোনায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩৪ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে, দেশটিতে জনসংখ্যার ৩৪.৬ শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করছে।
চীনের ইন্টারনেট নেটওয়ার্ক তথ্য কেন্দ্র এক রিপোর্টে জানায়, ২০২০ সালের মার্চ থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ১২ লাখ ৫০ হাজার কমে যাওয়া সত্ত্বেও বছর শেষে ব্যবহারকারীর সংখ্যা ২০১৯ সালের জুনের ২৩ কোটি ৩০ লাখের সংখ্যা ছাড়িয়ে যায়।
রিপোর্টে উল্লেখ করা হয়, অনলাইন শিক্ষাখাতে এই হিসাব ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক, যা দেশব্যাপী শিক্ষার সুষম উন্নয়নে অবদান রাখবে।
২০২০ সালের নভেম্বর নাগাদ চীনের ৫২ টি দারিদ্য্রপীড়িত অঞ্চলের সকল স্কুলসহ চীনের ৯৯.৭ শতাংশ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ইন্টারনেট সুবিধার আওতায় এসেছে।