চীনা সরকার সোমবার জানিয়েছে, পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের পাহাড়ে একটি বনে আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ২৬ দমকলকর্মী নিহত হয়েছেন।
জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববার ৩ হাজার ৮০০ মিটার (১২,৫০০ ফুট) উচ্চতায় একটি অসমতল এলাকায় আগুন নেভানোর চেষ্টা করে দমকলকর্মীরা। হঠাৎ বাতাসের গতি পরিবর্তন হলে এ হতাহতের ঘটনা ঘটে।
মন্ত্রণালয় আরও জানায়, এ ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছে তার সংখ্যা জানানো হয়নি।
এর আগে পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ২৪ জন মারা গেছে বলে জানায়।
শনিবার লাগা আগুন নেভাতে ৬৮৯ জন দমকলকর্মী কাজ করে, তবে রবিবার ৩০ জনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চিকিৎসা কর্মীদের বহনকারী দুটি হেলিকপ্টার প্রেরণ করা হয়েছে এবং নিখোঁজ দুজন দমকলকর্মীকে পাওয়া গেছে। বাকিদের
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহে চীন বনের অগ্নিকাণ্ড সমস্যায় ভুগছে। গত মাসে শিল্প এলাকায় কয়েকটি বিস্ফোরণে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। খবর ইউএনবি
আজকের বাজার/এমএইচ