চীনে কমছে কিশোর অপরাধের হার। বিগত কয়েক বছর ধরেই অব্যাহতভাবে দেশটিতে হ্রাস পাচ্ছে কিশোর অপরাধীদের সংখ্যা।
২৭ সেপ্টেম্বর শুক্রবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত ২০১৬ সালের ‘চীনা শিশু উন্নয়ন রূপরেখা’-য় এ দাবি করা হয়।
পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৬ সালে সমগ্র চীনে কিশোর অপরাধীর সংখ্যা ৩৫৭৪৩, যা ২০১০ সালের চেয়ে ৪৭.৬ শতাংশ কম।
দেশটিতে মোট অপরাধী সংখ্যার মধ্যে ২১.৩ শতাংশ হচ্ছে কিশোর অপরাধী, যা ২০১০ সালের চেয়ে ১৪.৬ শতাংশ কম।
পরিসংখ্যানে আরও বলা হয়, ২০১৬ সালে সমগ্র চীনে অনাথের সংখ্যা ৪.৬ লাখ, যা আগের বছরের চেয়ে ৪২ হাজার কম।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ২৮ অক্টোবর ২০১৭