চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নতুন আরো ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যুতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ১১৯ জন। তবে গত জানুয়ারি মাসে এ ভাইরাসে প্রতিদিনের নতুন মৃতের সংখ্যা গণনা শুরুর পর থেকে এ পর্যন্ত এ মৃতের সংখ্যা সর্বনিম্ন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায় এ কথা জানায়।
কমিশন আরো জানায়, দেশব্যাপী নতুন আরো ৪০ জন আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশ হুবেই প্রদেশের। চীনের মধ্যাঞ্চলীয় এ প্রদেশেই প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে।
এ পর্যন্ত চীনের মূল ভূখন্ডে ৮০ হাজার ৭শ’জনের বেশি লোক করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে হুবেই প্রদেশে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান