চীনে করোনাভাইরাসে নতুন করে ৩,৮৮৭ জন আক্রান্ত এবং আরো ৬৫ জন মারা গেছে। চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে। তারা প্রাদেশিক পর্যায়ের ৩১টি অঞ্চল থেকে মঙ্গলবার নতুন করে ৩,৮৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এবং আরো ৬৫ জনের মৃত্যুর খবর পেয়েছে। খবর সিনহুয়ার।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, এ ভাইরাসে মারা যাওয়া সকলেই হুবেই প্রদেশের বাসিন্দা। কমিশন আরো জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে মঙ্গলবার নতুন এমন আরো ৩,৯৭১ জনের সন্ধান পাওয়া গেছে। তারা জানায়, আক্রান্তদের মধ্যে ৪৩১ জনের অবস্থা আশংকাজনক এবং সুস্থ হয়ে উঠায় হাসপাতাল থেকে ২৬২ জনকে ছেড়ে দেয়া হয়েছে। কমিশন জানায়, মঙ্গলবার পর্যন্ত চীনের মূল ভূখন্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৪ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে। এদিকে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ জন হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান