চীনে সেমাবার সকাল পর্যন্ত ২৭ বিদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত আরও দুইজন বিদেশি নাগরিক মারা গেছেন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সোমবার সকালে বেইজিংয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন পররাষ্ট্রমন্ত্রণালয়ে মুখপাত্র গ্যাং সুয়াং। এসময় তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত এক জাপানি এবং গত ৮ ফেব্রুয়ারি একজন আমেরিকান নাগরিক মারা গেছেন। দেশটিতে এ নিয়ে মোট দুই বিদেশি করোনায় মারা গেলেন।
বর্তমানে চীনে করোনায় আক্রান্ত মোট ২৭ বিদেশি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তবে আক্রান্তরা কোন কোন দেশের নাগরিক তা উল্লেখ করেননি মুখপাত্র গ্যাং।
এছাড়া দেশটিতে চিকিৎসার পর সুস্থ হয়েছেন আরও তিন বিদেশি। তাদের হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, রোববার করোনায় আক্রান্ত আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে এই ভাইরাসে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। চীনে এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০৮য়ে। এছাড়া রোববার এই ভাইরাসে নতুন করে আরও ৩ হাজার ৬২ জন আক্রান্ত হয়েছে। এতে করে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪০ হাজার ১৭১ জনে। সূত্র: রয়টার্স
আজকের বাজার/এমএইচ