চীনে করোনাভাইরাসে বুধবার নতুন করে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে, তবে পূর্ববর্তী দু’দিনের চেয়ে এদিন মৃতের সংখ্যা কমেছে। জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, দেশব্যাপী বর্তমানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৮০,২০০ জন ছাড়িয়ে গেছে।
গত ডিসেম্বরে এই ভাইরাস মহামারির কেন্দ্রস্থল হুবেই প্রদেশে নতুন করে ১১৫ জন আক্রান্ত হয়েছে এবং দেশের অন্যত্র মাত্র ৪ জন আক্রান্ত হয়েছে। ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসছে। তবে ভাইরাস আক্রান্ত বিভিন্ন দেশ থেকে পুনরায় এই ভাইরাস চীনে ফিরে আসতে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে। বিদেশ থেকে ভাইরাস আক্রান্ত হয়ে দেশে ফেরা ১৩ জনকে সনাক্ত করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান