চীনে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ হাজার ১৯৮ জনে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সাড়া দেশে আরো ২ হাজার ৬০০ লোক করনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়। খবর এএফপি’র।
কমিশনের প্রতিদিনের আপডেটে বলা হয়, সেখানে নতুন করে আরো ৮৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৮১ জন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশের, বাকিরা দেশের অন্যান্য এলাকার। এ নিয়ে বর্তমানে দেশটিতে মৃতের সংখ্যা ৮১১-এ পৌঁছালো।