চীনে নতুন ‘করোনা’ ভাইরাসে ১৩৯ জন আক্রান্ত হওয়ার খবরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটি থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং (পরীক্ষা) করা হচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, শুক্রবার থেকে এ পরীক্ষা করা শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে চীনে সরাসরি ফ্লাইট না থাকলেও মধ্যপ্রাচ্য, দুবাই, ভারত হয়ে কানেকটিং ফ্লাইটে চীন থেকে অনেকে আসেন। সরকারের স্বাস্থ্য বিভাগ চীন থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করছে। কানেকটিং ফ্লাইটের কোনো যাত্রীর ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ রয়েছে কিনা সেটির ওপর নজর রাখছেন চিকিৎসকেরা। চীন থেকে আসা যাত্রীদের বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের জানাতে ইমিগ্রেশনে বলা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে সতর্কতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বিমানবন্দর এলাকায়। পালাক্রমে চিকিৎসক ও মেডিকেল টিম কাজ করছে। তবে এখনও পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ আছে এমন যাত্রী পাওয়া যায়নি। এ ব্যাপারে সতর্ক রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, চীনের স্বাস্থ্য বিভাগ গত দুইদিনে ১৩৯ জন ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করেছে বলে বিদেশি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম সংক্রমণের পর দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ভাইরাসটিকে ‘করোনা’ ভাইরাস বলে শনাক্ত করেছিল। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান