চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় কমপক্ষে ১০জন নিহত হয়েছে ও ৬ জন নিখোঁজ রয়েছে। গ্যাস বিস্ফোরণে সেখানে এ ঘটনা ঘটে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়, সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। (বাসস ডেস্ক)