চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইয়ুয়ানের একটি কয়লা খনিতে রোববার সকালে পানি ঢুকে পড়ায় তিনজন আটকা পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
কিংজু কাউন্টির মায়ু টাউনশিপের তাইয়ুয়ান ডংশান কোল অ্যান্ড ইলেকট্রিসিটি গ্রুপ কোম্পানি লিমিটেডের একটি কয়লা খনিতে দুর্ঘটনাটি ঘটে। সেখানে আটকে পড়া কর্মীদের উদ্ধারে তৎপরতা চলছে। (বাসস ডেস্ক)