চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে শনিবার এক দুর্ঘটনায় সাত খনি শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত তিন খনি শ্রমিককে হাসপাতালে নেয়া হয়। চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় এটি ঘটে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।