চীনে একটি খনি ধসে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। রোববার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে এ ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে কংগাং অর্থনৈতিক উন্নয়ন জোনের প্রশাসক জানিয়েছেন, খনিটি জিরিং লংজিয়াবাও মাইনিং নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল। রোববার রাত ৮টার দিকে ওই এলাকায় ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয় এবং এর ফলে খনিটিতে ধস নামে। ধসের ফলে খনিটিতে শ্রমিকরা আটকা পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দেয়। সোমবার অভিযান শেষ হয়। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা এখন আশংকামুক্ত।
আজকের বাজার/এমএইচ