বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে গাড়ির বিক্রি জুন মাসে ৪.৮ শতাংশ বেড়েছে। আগের বছর এর পরিমাণ ছিল ২ কোটি ২৭ লাখ টাকা। খবর রয়টার্সর।
বুধবার (১১ জুলাই) চীনা অ্যাসোসিয়েশন অফ অটোমোবাইল ম্যানুফেকচার (সিএএমএইচ) এমনটি বলেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বেগের মুখে দাঁড়িয়েছে।
সিএএমএইচ জানায়, ২০১৮ সালের মোট বিক্রয় গত বছরের একই সময়ের তুলনায় ৫.৬ শতাংশ বেড়েছে।
সহকারী সেক্রেটারি জেনারেল জু হাইডং (সিএএমএইচ) সাংবাদিকদের বলেন, অ্যাসোসিয়েশনটি এ বছর মূল্য অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছিল। ২০১৭ সালের জানুয়ারিতে মূল্যও ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবে ২০১৬ সালের ১৩.৭ শতাংশ লাভের তুলনায় কম।
চীনে অন্য বিদেশী গাড়ির মধ্যে মূল্য বৃদ্ধির ঘোষণা দিতে পারে বিএমডাব্লিউ, ডেমলার এজি, মার্সিডিজ-বেঞ্জ।
চীনে বছরের প্রথম ছয় মাসে বাজারে প্রবৃদ্ধি দ্রুত বেড়েছে।
আজকের বাজার/একেএ