চীনে গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (১১ জুন) চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
কাউন্টি সরকার জানায়, পেট্রোচায়না পরিচালিত একটি গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে এ দুর্ঘটনা ঘটে। রোববার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে কিংলং কাউন্টির সানহে গ্রামে এ বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়।
বিস্ফোরণের পরপরই পাইপলাইনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সোমবার রাত আড়াইটার দিকে দিকে আগুন নিভে যায়।
এতে আর কেই হতাহত হয়েছে কিনা তা খতিতে দেখতে স্থানীয় উদ্ধারকারীরা সেখানে অনুসন্ধান অভিযান চালাচ্ছে।
এ ব্যাপারে তদন্ত চলছে।
আরজেড/