চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে প্রচন্ড ঝড়বৃষ্টির কারণে ১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অনেক যাত্রী আটকা পড়েছে। মঙ্গলবার স্থানীয় বিমানবন্দর সূত্র এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নগরীতে প্রচন্ড ঝড়বৃষ্টির কারণে চেংদু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দরের দু’টি রানওয়ের উভয়টি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৪টি ফ্লাইট বাতিল করে এবং এ বিমানবন্দর অভিমুখী আরো অনেক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বলে।
স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে। এতে আরো ফ্লাইট চলাচল ব্যাহত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
আজকের বাজার/একেএ