চীন রোববার বলেছে, জানুয়ারি থেকে করোনাভাইরাস সংক্রমণ কমে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। উহানে নতুন করে মোট ৪৪ জন আক্রান্ত হয়েছে। জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, উহানে নতুন করে মারা গেছে ২৭ জন, যা এক মাসের বেশী সময়ে সবচেয়ে কম। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৯৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে মাত্র ৩ জন উহানের বাইরে এবং তারা দেশের বাইরে থেকে ভাইরাস আক্রান্ত হয়ে এসেছে।
কয়েক সপ্তাহ ধরে উহানে আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং সাম্প্রতিক দিনগুলোতে উহানের বাইরে অনেক নগরী ও প্রদেশে সংক্রমণ জিরোতে নেমে এসেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখের বেশী, মৃতের সংখ্যা ৩,৫০০ জন এবং ৯৫টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান