চীন রোববার করোনা ভাইরাসে নতুন করে ৫৭ জন আক্রান্ত হয়েছে। এপ্রিলের পর এ সংখ্যা সর্বোচ্চ।
চলতি বছরের প্রথমে চীন কঠোর লকডাউনের মাধ্যমে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করে। কিন্তু বেইজিংয়ের দক্ষিণাংশের মাংস ও সব্জির বাজার থেকে নতুন করে এটির সংক্রমণ শুরু হয়েছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, রাজধানীতে নতুন করে ৩৬ জন দেশীয়ভাবে সংক্রমিত হয়েছে।
উত্তরপূর্বাঞ্চলের লায়োনিং প্রদেশে রোববার আরো দ’ুজন শনাক্ত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেইজিং সংক্রমণের সঙ্গে এটির ঘনিষ্ঠ সংযোগ রয়েছে।
এছাড়া বেশকিছু সংক্রমন ঘটেছে জিনফাদি পাইকারি বাজার থেকে। বাজারটি বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার সেখানে পুলিশ ও আধা সামরিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
করোনার নতুন সংক্রমণের কারণে লকডাউনের নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
বাজারটির আশেপাশের ১১টি আবাসিক এলাকার লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে নগরীর অন্যান্য বাজারও বন্ধ থাকায় খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আমদানিকৃত স্যামন মাছ কাটার বোর্ডে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ কারণে বড়ো বড়ো সুপারমার্কেটের চেইন শপগুলো থেকে স্যামন সরিয়ে নেয়া হয়েছে।