চীনে নতুন করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে রবিবার জানানো হয়েছে। তাদের মধ্যে ৯ জনই বাইরে থেকে এসেছেন।
বাকি সাতজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে জাতীয় স্বাস্থ্য কমিশন নিয়মিত আপডেটে জানিয়েছে। ছয়জন হেইলংজিয়াং প্রদেশের এবং একজন গুয়াংডং প্রদেশের।
নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়া দুজন সন্দেহভাজন রয়েছেন। তাদের মধ্যে একজন স্বায়ত্তশাসিত মঙ্গোলিয়ার এবং আরেকজন বাইরে থেকে এসেছেন।
কমিশনের দেয়া তথ্যমতে, সুস্থ হওয়ার পর শনিবার ৩৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া ৮৫ জনের অবস্থা খুবই খারাপ।
শনিবার জানানো হয়েছে, মোট ১৫৭৫ জন বাইরে থেকে আসাদের মধ্যে করোনা পাওয়া যায়। তাদের মধ্যে ৭২৮ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ৮৪৭ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৪৭ জনের অবস্থা মারাত্মক।
বাইরে থেকে আসাদের মধ্যে কেউ মারা যায়নি বলে জানানো হয়।
কমিশন জানিয়েছে, শনিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৮২ হাজার ৭৩৫ জনে দাঁড়িয়েছে। ৭৭ হাজার ৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩২ জন।