চীনে নির্মিত নৌবাহিনীর জাহাজ ওমর ফারুক ও আবু উবাইদাহ দেশের উদ্দেশ্যে সাংহাই বন্দর ত্যাগ

বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীনে নির্মিত দুটি ফ্রিগেট (জাহাজ) ওমর ফারুক ও আবু উবাইদাহ বাংলাদেশের উদ্দেশ্যে আজ সোমবার চীনের সাংহাই সেনজিয়া শিপইয়ার্ড ত্যাগ করেছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৮ ডিসেম্বর নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর উপস্থিতিতে পলি টেকনোলজি ইন্ডাস্ট্রি কোম্পানীর প্রতিনিধি সাংহাইয়ের সেনজিয়া শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে যুদ্ধজাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
আইএসপিআর জানায়, আধুনিক এই যুদ্ধজাহাজ দু’টির প্রতিটির দৈর্ঘ্যে ১১২ মিটার এবং প্রস্থে ১২ দশমিক ৪ মিটার যা ঘন্টায় সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রতিটি জাহাজ বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত।

এছাড়া অন্যান্য আধুনিক সমরাস্ত্রের পাশাপাশি জাহাজে রয়েছে সমুদ্রে উদ্ধার তৎপরতা, সন্ত্রাস ও জলদস্যু দমন এবং চোরাচালান বিরোধী নানাবিধ অপারেশন পরিচালনার সক্ষমতা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জাহাজ দু’টি দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দূর্যোগকালীন জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা, অবৈধ মৎস্য নিধন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানবপাচার এবং চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, জেলেদের নিরাপত্তা বিধানসহ বর্তমান সরকারের ব্লু ইকোনমির কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুদ্ধজাহাজ দু’টি আগামী মাসে বাংলাদেশে এসে পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আইএসপিআর। খবর-বাসস

আজকের বাজার/আথনূর রহমান