চীনে বাস দুর্ঘটনায় নিহত ২১

চীনের উত্তরাঞ্চলে দেশটির বৃহত্তম রুপার খনিতে বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

রোববার এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ভূগর্ভস্থ কাজের জন্য শনিবার ৫০ জন খনি শ্রমিক বহনকারী একটি বাস খনির দিকে যাওয়ার পথে একটি টানেলের পাশে হঠাৎ বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। খনিটি রুপাও ছাড়া সীসা ও দস্তা উৎপাদন করে।

অন্যদিকে শনিবার ঝিজিয়াং প্রদেশের পূর্বাংশে অবস্থিত সাগরে একটি বিশাল কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন।

দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ।

আজকের বাজার/এমএইচ