চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে সোমবার সকালে ৫ মাত্রার একটি ভূমিকম্পে ৫ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার জানায়, সোমবার রাত ১ টা ৪৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৭ কিলোমিটার গভীরে ২৪.১৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ থেকে ১০২. ৭১ পূর্ব দ্রাঘিমাংশে।
উইজি নগরীর তোংহাই কাউন্টির সিজিতে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পের সময় এখানে পাঁচ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
কাউন্টিটিতে এখন পর্যন্ত ভূমিকম্পে ১৮টি বাড়িঘরের ক্ষতি হয়েছে বা ধসে গেছে। প্রাকৃতিক এই দুর্যোগে এখানকার বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থার আংশিক ক্ষতি হয়েছে।
প্রাদেশিক ভূমিকম্প প্রশাসন বলেছে, জরুরি উদ্ধার অভিযান শুরু হয়েছে। কর্মীদের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে এবং দুর্যোগ পরবর্তী অভিযানের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আজকের বাজার/এমএইচ