চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে আজ সোমবার ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া’র সূত্রে এসব তথ্য জানা যায়।
স্থানীয় গণযোগাযোগ বিভাগ জানায়, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৫৭ মিনিটের দিকে লিউলিয়াং নগরীর লিশি জেলার সাইজিয়াঝুয়াং গ্রামে এই ভূমিধস হয়।
ঘটনাস্থলে শতাধিক লোক উদ্ধার অভিযানে রয়েছেন।
আজকের বাজার/একেএ/