চীনে অতি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত কয়েকদিনে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলো থেকে আরো ৩ লাখ ৫৬ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি এবং কয়েক কোটি একর ফসলি জমি।
বৃহস্পতিবার চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগের ঘটনায় সরাসরি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ১৯৩ কোটি ডলারের সমপরিমাণ।
ভারী বৃষ্টিতে ইয়াংতজ নদীতে পানি বৃদ্ধিতে চংকিংয় থেকে গুয়াংজু প্রদেশ পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত গুয়াংডং প্রদেশের বিভিন্ন এলাকা থেকে বন্যা কবলিতপ্রায় ৪ হাজার ৩০০ মানুষকে উদ্ধার করা হয়েছে।
গ্রীস্ম মৌসুমে চীনের উত্তরাঞ্চলীয় এলাকাগুলো নিয়মিত খরা ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলো বন্যায় আক্রান্ত হয়ে থাকে। তথ্যসূত্র- ইউএস নিউজ
আজকের বাজার/এমএইচ