শক্তিশালী টাইফুন ঝড় লেকিমা চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে শনিবার আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া ঝড়ের কারণে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার গাছ উপড়ে গেছে এবং দশ লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
সরকারি সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে আরো বলা হয়, ঝড়টি ১৮৭ কিলোমিটার বেগে ধেয়ে এসে চীনের ওয়েংলিং সিটিতে শনিবার সকালের দিকে আঘাত হানে। এটি পরে পূর্ব উপকূল হয়ে সাংহাইয়ের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
সাংহাইসহ পূর্বাঞ্চলীয় আনহুই, ফুজিয়ান, জিয়াংসু ও ঝেইজাংয়ে প্রবল বৃষ্টির পূর্ভাবাস দেয়া হয়েছে। এছাড়া প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে।
কেবলমাত্র ঝেইজাং প্রদেশে ঝড়ের কারণে প্রায় ৩শ ফ্লাইট বাতিল এবং ফেরি ও রেল সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
চীন শুক্রবার ঝড়ের কারণে রেড এলার্ট জারি করে। পরে শনিবার সকালে বাতাসের তীব্রতা কিছুটা কমে আসলে অরেঞ্জ এলার্ট জারি করে।
ঝড়টি শুক্রবার তাইওয়ানের ওপর দিয়ে বয়ে আসে। সেখানে নয়জন আহত ও হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ পাঁচশরও বেশি ফ্লাইট বাতিলে বাধ্য হয়।