চীনের উপকূলে শক্তিশালী টাইফুনের আঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ১৫৩ জন। টাইফুন হ্যাটোর তাণ্ডবে গুয়াংডং প্রদেশের দক্ষিণ-পূর্ব উপকূল এলাকা সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় ২৩ আগস্ট বুধবার ভোরে ঘণ্টায় ২০৭ কিলোমিটার বেগে উপকূলবর্তী ম্যাকাও, শেনঝেন এবং ঝুহাইয়ে আছড়ে পড়ে টাইফুন হ্যাটো।
উপকূলবর্তী হংকং -এ বড় ধরনের আঘাত হানে টাইফুন। শহরের ওপর দিয়ে পরপর ১০টি বিশাল ঝড় বয়ে যায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, একেকটি ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৭ থেকে ১০৩ কিলোমিটার। ইতোমধ্যে শহরের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস কার্যালয়।
বহুতল ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে শহরের বাসিন্দাদের। শহরটিতে বিমান চলাচলও স্থবির হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে অসংখ্য ফ্লাইট। ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে ম্যাকাও, হংকং -এর প্রায় সব হোটেল। অবস্থানরত পর্যটকদের হোটেল ছেড়ে বের হতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
তথ্যসূত্র : এনডিটিভি
আজকের বাজার: এমএম/ ২৪ আগস্ট ২০১৭