সিআইএ প্রধান উইলিয়াম বার্নস গত মাসে গোপনে চীন সফর করেছেন। দু’দেশের মধ্যকার শীতল সম্পর্ককে উষ্ণ করার আশায় তিনি এ সফর করেন।
একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার এ খবর জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, গতমাসে পরিচালক বার্নস বেইজিং সফরে গিয়ে চীনা পরিচালকের সঙ্গে সাক্ষাত করেন। এ সময়ে তিনি গোয়েন্দা চ্যানেলে যোগাযোগের উপায়গুলো উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।