চীনে স্কুলের বাইরে ছুরিকাঘাতে ৯ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চীনের উত্তরাঞ্চলে একটি স্কুলের বাইরে ছুরিকাঘাতে অন্তত ৭ শিক্ষার্থী নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো অন্তত ১২ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের মিঝহি কাউন্টিতে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এক বিবৃতিতে চিনের কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীরা ছুরি হামলার শিকার হয়। হঠাৎ হামলাকারী ছুরি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। ছেলে শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যাওয়ায় নিহতরা অধিকাংশ নারী শিক্ষার্থী।

ওই ঘটনায় হামলাকারীকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস/