চীনে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন। খবর সিনহুয়ার।
বুধবার (১ জুলাই) স্থানীয় সময় বেলা ২ টা ৪০ মিনিটের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়ংদং প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়, হুইদং কাউন্টির ইউমাইউয়ান গ্রামের কাছে বুধবার স্থানীয় সময় বেলা ২ টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। একটি সিমেন্ট ট্যাঙ্কার ট্রাক উল্টে গিয়ে পাশ দিয়ে চলা দু’টি কারের ওপর পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোরে উদ্ধার কাজ শেষ করে এ দুর্ঘটনায় নয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আজকের বাজার/একেএ