চীনের একটি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিন জন।
রোববার দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের হাংঝুর একটি এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৫৮ মিনিটে তিনটি ট্রাক ও দুটি যাত্রীবাহী গাড়ির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। করণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আজকের বাজার/এমএইচ