চীনে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

প্রতীকী ছবি
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছে।
শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইয়ংশান কাউন্টিতে সবজি বোঝাই একটি গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
তারা আরো জানায়, এ দুর্ঘটনায় গাড়িটির চালকও প্রাণ হারিয়েছেন।
আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের সকলের অবস্থা আশংকাজনক।
আজকের বাজার/এমএইচ