চীনা কর্তৃপক্ষ মঙ্গলবার এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করেছে। গত বছর হুনান প্রদেশের কেন্দ্রস্থলে একটি জনাকীর্ণ চত্বরে ওই ব্যক্তি গাড়ি হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা করেছিল।
গত সেপ্টেম্বরে ইয়ং জানিউন চীনের হেংদং নগরীর একটি জনাকীর্ণ চত্ত্বরে পথচারীদের ভিড়ের মধ্যে দ্রুত গতিতে একটি গাড়ি ঢুকিয়ে দেয়। এতে ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়।
হুনান প্রদেশের হেংইয়ং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট মঙ্গলবার জানায়, ‘জনগণের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা ইয়ং জেনিউনের মৃত্যুদন্ড কার্যকর করে। সে ভয়ংকর মতাদর্শে বিশ্বাসী ছিল।’
তথ্যসূত্র-বাসস
আজকের বাজার/এমএইচ