চীনে হোটেল ধসের ৬৯ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি হোটেল ধসের দীর্ঘ ৬৯ ঘণ্টা (প্রায় ৩ দিন) পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটিতে ‘কোভিড-১৯’ রোগের প্রাদুর্ভাবের পর সন্দেহজনকভাবে ভাইরাসে আক্রান্তদের হোটেলটিতে কোয়ারেন্টাইন (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা) করে রাখা হয়েছিল। গত শনিবার ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া এখনও ৯ জন নিখোঁজ রয়েছে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মঙ্গলবার বিকালে ওই ব্যক্তিকে উদ্ধারের পরপরই হাসপাতালে নেয়া হয়। এর আগে দুর্ঘটনার ৫২ ঘণ্টা পরে সোমবার মধ্যরাতের দিকে ১০ বছরের একটি ছেলে এবং তার মাকে উদ্ধার করা হয়। তবে জীবিত উদ্ধার হওয়া সর্বশেষ এই তিনজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চীনের বেশিরভাগ অঞ্চলে তাদেরকেই অন্তত ১৪ দিন ধরে কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে, যারা ভাইরাসটি সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় থাকেন, কোথাও ভ্রমণ করেছেন এবং তাদের বসবাসের অঞ্চল থেকে বাইরে গিয়েছিলেন।

প্রসঙ্গত, গত শনিবারের হোটেলটি ধসের পর এ পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধসের আগে ভবনটি নিয়ম নীতি না মেনেই নতুন করে সাজানো হয়েছিল।

তথ্য-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার