চীনে ১০০ কোটির বেশী লোকের কোভিড ১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এই সংখ্যা বিশ্বব্যাপী মোট ভ্যাকসিনেশনের এক তৃতীয়াংশের বেশী।
সরকারী সূত্রে পাওয়া তথ্যের সমন্বয় করে এএফপি জানায়, শুক্রবার বিশ্বব্যাপী ২৫০ কোটি ভ্যাকসিন ডোজ প্রদান ছাড়িয়ে যাওয়ার পরে চীনের এই ভ্যাকসন ডোজের তথ্য প্রকাশ করা হয়।