চীনে ১ লাখ ৪০ হাজার অবৈধ বন্দুক ও বিস্ফোরক ধ্বংস

CHONGQING, CHINA - SEPTEMBER 20: Seized weapons are on display during a crackdown campaign launched in 146 cities on September 20, 2018 in Chongqing, China. Police destroyed more than 140,000 illegal guns and explosives in 146 cities across China on Friday in the crackdown campaign. (Photo by Chen Chao/China News Service/VCG via Getty Images)

চীনের পুলিশ বন্দুক ও বিস্ফোরক সংক্রান্ত ৩৩ হাজারের বেশি মামলা নিষ্পত্তি করেছে। ফেব্রুয়ারি মাসে দেশটিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়।
পুলিশের অভিযানে জব্দকৃত এক লাখ ৪০ হাজারের বেশি অবৈধ বন্দুক ও বিপুল সংখ্যক গোলাবারুদ মঙ্গলবার ধ্বংস করে ফেলা হয়েছে।
চংকিং, কিকিহার, নানজিং, উহান, গুয়াংঝোউ ও কুনমিংসহ ১৪৬টি এলাকায় এই অভিযান চালানো হয়।
চীনে কোন ব্যক্তি সঙ্গে বন্দুক রাখতে পারে না। এটি অবৈধ। দেশটি দীর্ঘদিন ধরেই ব্যক্তি পর্যায়ে বন্দুক ও বিস্ফোরকের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করে আসছে।
জননিরাপত্তার ওপর ঝুঁকির কারণে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।

সূত্র – বাসস