চীনে ২ হাজার বছরের পুরনো ভবনের ধ্বংসাবশেষের সন্ধান

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের একটি প্রাচীন নগরীতে দু’হাজার বছরের একটি বিশাল ভবনের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।

প্রাদেশিক প্রাচীন পুরাকীর্তি সংস্কৃতি সংরক্ষণ ইনস্টিটিউটের চু জিনগাং বলেন, চীনের প্রাচীরের কাছে সংরক্ষিত নগরী ফুক্সিন শহরে ওই স্থানটি অবস্থিত ছিল। হান রাজবংশ (খ্রিষ্টপূর্ব ২০২ থেকে ২২০ খ্রীষ্টাব্দ) এই প্রাচীরটি নির্মাণ করে। ২০১৪ সালের অক্টোবর মাসে ওই স্থানের খনন কাজ শুরু হয়।

৮৫০ বর্গমিটার এলাকা খনন করা হয়েছে। খনন করে মাটির নিচে ভবনটির একটি দেয়াল ও ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে।
ওই এলাকায় ওয়ারিং স্টেট যুগের (খ্রিষ্টপূর্ব ৪৭৫ থেকে ২২১) থেকে তাং রাজবংশের (খ্রিষ্টপূর্ব ৬১৮-৯০৭) ৫শ’র বেশি মৃৎপাত্র, ব্রোঞ্জ ও লোহার টুকরাও পাওয়া গেছে।

আজকের বাজার/আরজেড