চীনে ৫ দিনে পুরো শহরবাসীর করোনা টেস্টের সিদ্ধান্ত

চীনের বন্দর নগরী কিংদাওতে করোনা ভাইরাসের স্বল্প সংক্রমণ দেখা দেয়ার পর মাত্র পাঁচদিনে ৯০ লাখেরও বেশি শহরবাসীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানান।

কিংদাও মিউনিস্যপল হেলথ কমিশন এক বিবৃতিতে বলেছে, রোববার শহরটিতে ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় শহরটিতে ৯৪ লাখ লোকের বসবাস।
বিবৃতিতে আরো বলা হয়, শহরটির ৫টি অঞ্চল ৩ দিনে এবং পুরো শহর ৫ দিনের মধ্যে পরীক্ষার আওতায় নেয়া হবে।

গত জুন মাসে বেইজিংয়ে একটি খাবার বাজার থেকে করোনা ছড়ানোর পর গণহারে করোনার পরীক্ষা করানো হয়। শহরটিতে ২ কোটিরও বেশি লোকের বাস।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
এটি পুরো বিশ্বে এখনও তান্ডব চালিয়ে যাচ্ছে।