চীন ইউক্রেনে যুদ্ধ চায় না, নিষেধাজ্ঞাকেও সমাধান মনে করে না

চীন সরকার ইউক্রেনে কোন সংঘাতের ব্যাপারে আগ্রহী নয়, অবশ্য একই সঙ্গে দেশটি বিশ্বাস করে না যে, নিষেধাজ্ঞা এই সংকট নিরসনে কোন সহায়তা করতে পারে। চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওই ফিংহে রোববার সিঙ্গাপুরে সাংগ্রী-লা ডায়ালগ সিকিউরিটি ফোরামে একথা বলেন। বার্তা সংস্থা তাস এ খবর জানায়।
এই চীনা মন্ত্রী বলেন, ‘ চীন ইউক্রেনে সবকিছুর শেষে সংঘাত অথবা যুদ্ধ দেখতে চায়। এই সঙ্গে আমরা বিশ্বাস করি না যে, সর্বোচ্চ চাপ অথবা নিষেধাজ্ঞার মাধ্যমে এ সমস্যার সমাধান আসতে পারে। বরং এতে উত্তেজনা আরো বাড়তে পারে এবং পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।’ ইউটিউবে তার এই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন সরকার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংলাপ চায় এবং আশা করছে খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে।
তিনি বলেন, ‘ চীন রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনায় আগ্রহী। আমরা আরো আশা করছি খুব শিগগিরই যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে।’
তিনি আরো বলেন, ইউক্রেন সংকটকালে চীন কখনোই রাশিয়াকে কোন বস্তুগত সহায়তা করেনি।