ইউক্রেনে অবস্থিত বেইজিং দূতাবাস সোমবার জানিয়েছে, ইউক্রেনে থাকা চীনের প্রায় ছয় হাজার নাগরিকের অধিকাংশকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির বিভিন্ন নগরীতে রুশ হামলা জোরদারের প্রেক্ষিতে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, ‘ইউক্রেনে থাকা চীনের অধিকাংশ স্বদেশবাসীকে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে।’
‘ইউক্রেন পরিস্থিতি ধারাবাহিকভাবে অবনতি ঘটতে থাকায় দেশটিতে অবস্থিত চীনা দূতাবাস যত দ্রুত সম্ভব দেশটির নাগরিকদের কিয়েভ ত্যাগ করার কথা গুরুত্বের সাথে স্মরণ করিয়ে দিয়েছে।’
চীন এ সংকট চলাকালে কূটনৈতিক টাইটরোপের পথে হাঁটে এবং তাদের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়ার প্রতি নিন্দা জানানো থেকে বিরত থাকে।
গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা চীনের প্রায় তিন হাজার নাগরিককে সরিয়ে নিতে সহায়তা করে।
ইউক্রেন তাদের আকাশপথ বন্ধ করে দেয়ায় তাদের অধিকাংশকে স্থলপথে সরিয়ে নেয়া হয়।